Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে বলিয়ারদী ইউনিয়ন

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়ন একটি অন্যতম ইউনিয়ন। কালেরস্বাক্ষীবহনকারীবারুদিয়া ও ঘোড়াউত্রা নদীরতীরেগড়ে  উঠাএকটিঐতিহ্যবাহীঅঞ্চলহলোবলিয়ারদীইউনিয়ন। উপনিবেশ আমলে এই ইউনিয়নের উপর দিয়ে বড় বড় নৌ জাহাজ ঢাকা, কলকাতা ও রেংগুনসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করত। কালপরিক্রমায়আজবলিয়ারদীইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলাসহবিভিন্নক্ষেত্রেতারনিজস্বস্বকীয়তায়আজওসমুজ্জ্বল।

ক) নাম– ৩নংবলিয়ারদীইউনিয়নপরিষদ।

খ) আয়তন– ৮বর্গকিঃমিঃ(প্রায়)

গ) লোকসংখ্যা– ২১,৯২৮জন। (পুরুষ ১২,৪১১ জন ও মহিলা ৯,৫১৭ জন)

গ) ভোটার সংখ্যা- ১০,৩০০ জন।

ঘ) গ্রামেরসংখ্যা– ২৩টি।

ঙ) মৌজারসংখ্যা– ০৬টি।

চ) মোট জমির পরিমাণ – ২,৩১০ একর। 

ছ) হাট/বাজারসংখ্যা-০১টি।

ঝ) শিক্ষারহার– ৫০%।

    সরকারীপ্রাথমিকবিদ্যালয়- ০৫টি,

    বে-সরকারীরেজিঃপ্রাঃবিদ্যালয়- ০৩টি,     

    মাদ্রাসা- ০১টি।

ঝ) দায়িত্বরতচেয়ারম্যান–জনাবমোঃ তাজুল ইসলাম সাহেব

ঞ) ঐতিহাসিক/পর্যটনস্থান– নাই।

ট) ইউনিয়নপরিষদজনবল–

               ১) নির্বাচিতপরিষদসদস্য– ১৩জন।

     ২) ইউনিয়নপরিষদসচিব– ১জন।

     ৩) ইউনিয়নগ্রামপুলিশ– ০৯জন।